রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন যেহেতু আমরা পানি পান করা থেকে বিরত থাকি, দেহের পানিশূন্যতা দূর করতে ইফতার ও সেহেরীতে পর্যাপ্ত পানি এবং পানীয় খাদ্যদ্রব্য খাওয়া প্রয়োজন।
এতে গরমে রোজা রাখতে সহজ হয় এবং হজমে সুবিধা হয়।লেবু, আম, তরমুজ , ডাবের পানি, দই-চিড়া, পেয়ারা, আপেল, নাশপাতি এবং শুকনা ফল খোরমা, খেজুর ইত্যাদি খাবার ছিল তালিকায়।
শুক্রবার(১৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে সংলগ্ন ব্যাস্ত সড়কে নিম্ম আয়ের মানুষ ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করতে দেখা যায় প্রফেসর ডা. রাস্কিন ও সংস্থার প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবিরকে।
এরপর দক্ষিন কমলাপুরের আঞ্চলিক রেলওয়ে স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র,বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল কার্যালয়ে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ইফতার করালেন সংস্থাটি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশূ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ডাঃ কামাল হোসেন, দৈনিক বঙ্গ জননী পত্রিকার প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাট(সভাপতি), মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশ’র রূপকার আলী নিয়ামত ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী সেহলী পারভিন,বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সম্পাদক যুবরাজ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার এবং সিনিয়র সহ-সভাপতি সালমান খান, দৈনিক সমকালের সহ সম্পাদক মিজান শাহজাহান প্রমুখ।
Recent Comments