দশ বছরে দশ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস। আপনাদের আবেগ ও ভালোবাসায়। সবাইকে সাথে নিয়ে এবার সারাদেশে ছড়িয়ে দিতে চাই সচেতনতার বার্তা। সাথে স্তন ক্যান্সার স্ক্রিনিং-এ নারীদের উদ্বুদ্ধ করা। একশ’ দিন আগে থেকেই প্রস্তুতি নিতে প্রেসক্লাবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার। প্যানেল আলোচক হিসেবে ছিলেন: # ডা. হালিদা হানুম আক্তার, ফ্যাকাল্টি, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ। প্রতিষ্ঠাতা সভাপতি, সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকস।
Recent Comments