বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে “”world Cancer society” এর অংশগ্রহণে “অরেঞ্জ হাফ ম্যারাথন” অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল “evalution ৩৬০ ডিগ্রী” এবং সার্বিক মেডিকেল সহযোগিতায় ছিলেন ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ও বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার জনাব ড. মোজাম্মেল হক খান । World Cancer society Bangladesh এর সভাপতি জনাব হুমায়ূন কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই নিউজ এর সম্পাদক ও ক্যাট সভাপতি জনাব আলী নেয়ামত সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এছাড়াও হেলথ ক্যাম্পেইন ও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
Recent Comments