আল্লাহর সহায় ও মানসিক ইচ্ছা শক্তি থাকলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় তার একটি উদাহরণ,
আজ সকালে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির স্যার যখন অফিসের উদ্দেশ্যে রওনা হবেন ঠিক তখনই 8:05 মিনিটে বনশ্রী থেকে ফোন 8:30 মিনিটে এ ইন্দিরা রোড 8: 40 মিনিটে কমলা পূর থেকে ফোন কল আসে । এর ভিতরে দুইজন করোনা আক্রান্ত, আর একজন বয়স্ক শারীরিকভাবে অসুস্থ। করোনা আক্রান্ত রোগীদের জরুরী ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার দরকার কারণ তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে ঠিক তখনই স্যার দেরি না করে তাদের জন্য অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আবার ঠিক টাইমে অফিসে পৌঁছে গেছেন। আল্লাহ সহায় থাকলে এবং মানসিক ইচ্ছে শক্তি থাকলে অনেক কাজই সহজেই হাসিখুশি মনে করা যায়। তার বাস্তব উদাহরন আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন কবীর স্যার। যার কাজই হল নিজের জীবনকে তুচ্ছ করে মানুষের কল্যাণে কাজ করা । আমাদের এই সমাজে কয়জনই বা পারে এ রকম মানবিক কাজ করতে তাও নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে ফ্রি ভাবে অন্য মানুষের পাশে থাকতে । মানুষ তার এ কাজের জন্যেই আস্তাভরে সম্মান এর সাথে সারাজীবন স্মরণ করবে। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে স্যালূট জানাই স্যারকে।
Recent Comments